সাংবাদিকদের জন্য ১০ লাখ টাকা বিমা ঘোষণা করলো মমতা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৫-০৪ ০৯:৪৯:১৯


মারণঘাতি করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারিতে থাকা কর্মীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত বিমা সুরক্ষা দেয়ার ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। এ তালিকায় রয়েছেন সাংবাদিকরাও।

রোববার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘বাংলায় আমাদের সরকার সাংবাদিকসহ প্রথম সারির কোভিড-১৯ কর্মীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত বিমা সুরক্ষা দেয়ার ঘোষণা করেছে। #PressFreedomDay (মুক্ত গণমাধ্যম দিবস)।’

আরেকটি টুইটে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘সমাজে তাদের অবদানের জন্য আমরা সাংবাদিকদের সম্মান করি। বাংলার সাংবাদিকদের উন্নয়নের স্বার্থে বহু উদ্যোগ নিয়েছে আমাদের সরকার।’

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের এ রাজ্যটিতে এ পর্যন্ত ৯২২ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে।