সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী আলাউদ্দিনের খাদ্য সামগ্রী বিতরণ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৫-০৪ ১৯:৩৮:৩০


 

করোনা পরিস্থিতিতে ৩ হাজার ৬০০ কর্মহীন ও দারিদ্রের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।

সাবেক এই সংসদ সদস্যের পক্ষ থেকে সোমবার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার মোট ২৩টি ইউনিয়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় বিএনপির নেতারা।

প্রতিটি বড় পরিবারে জন্য ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ কেজি ছোলা এবং ছোট পরিবারে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ কেজি ছোলা বিতরণ করা হয়।

সানবিডি/ঢাকা/এসএস