জাতির দুঃসময়ে মানুষের পাশে তরফদার রুহুল আমিন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-০৫ ২১:৫৯:৩৯


মহামারি করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে যাওয়া দেশের অর্থনীতিতে পড়েছে বিরূপ প্রতিক্রিয়া। নিম্ন আয়ের মানুষেরা মানবেতর জীবনযাপন করছেন। অনেকেই চরম খাদ্য সংকটে পড়ে অসহায় হয়ে দিন যাপন করছেন।

দেশের এই সংকটকালীন মুহূর্তে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি তরফদার মোহাম্মদ রুহুল আমিন।

যশোরের সদর উপজেলার ফতেহপুর গ্রামে গত ৩ মে থেকে ৫ মে পর্যন্ত সর্বমোট ৫১০টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তরফদার রুহুল আমিন। তার চাচার নেতৃত্বে এই খাদ্য সামগ্রী প্রথম দুই দিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয়।

একইসঙ্গে তিনি নিজের শ্বশুর বাড়ি গাজীপুরেও ২০০টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৭ কেজি চাল (মিনিকেট), ১ কেজি মসুর ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি এবং একটি হুইল সাবান।

ইতোমধ্যে তরফদার রুহুল আমিনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকার চেক প্রদান করা হয়েছে। দেশের ৬৪টি জেলার আর্থিকভাবে দূর্বল ১৯৪ জন কোচকে নগদ অর্থ বিকাশের মাধ্যমে তুলে দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন মানবতার সেবক হয়ে ওঠা এই ক্রীড়াপ্রেমী। আগামী সপ্তাহে আরও ১৫৫ জন কোচ ও সাবেক খেলোয়াড়কে নগদ অর্থ সহায়তা প্রদান করবেন এই ফুটবল সংগঠক।

সানবিডি/এসকেএস