সাভারে নতুন করে ১৯ জন করোনায় আক্রান্ত, বেশির ভাগ পোশাকশ্রমিক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-০৭ ১৭:০৪:২৭
ঢাকার অদূরে সাভারে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা।
সায়েমুল হুদা জানান, গত মঙ্গলবার ৫৫ জন জ্বর, সর্দি ও কাশির মতো করোনার উপসর্গ নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নমুনা প্রদান করেন। তাদের প্রতিবেদন হাতে এলে দেখা যায়, ১৯ জনের করোনাভাইরাস পজিটিভ এবং ৩৬ জনের নমুনা নেগেটিভ এসেছে।
আক্রান্ত ব্যক্তিদের তালিকায় সোমবার করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া মজিদপুরের তাবলিগকর্মী আবু বকর সিদ্দিকের স্ত্রী শাসসুন নাহার ও পুত্র মোয়াজ।আবু বকর মারা যাওয়ার পর বলা হয়েছিল, তিনি করোনায় আক্রান্ত হয়ে নন, বরং হৃদরোগে মারা গেছেন।
জানা যায়, আক্রান্তদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ রয়েছেন পোশাক কারখানার কর্মী। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী, ব্যাংকারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রয়েছেন।
এ নিয়ে সাভারে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৩ জনে। এদিকে, আজ জ্বর, সর্দি ও কাশি নিয়ে বেশ কয়েকজন নমুনা পরীক্ষার জন্য তালিকাভুক্ত হয়েছেন।
সানবিডি/ঢাকি/এসএস