৬ শতাধিক পরিবারকে মৎস্যজীবি লীগের খাদ্য সহায়তা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-০৮ ১৯:৪২:১৫
করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষের মাঝে ত্রান বিতরণ অব্যাহত রেখে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভাইরাসটির প্রকোপ শুরু পর থেকেই করোনা প্রতিরোধ সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করছে সংগঠনটি নেতাকর্মীরা।
এরই অংশ হিসেবে শুক্রবার রাজধানীতে রমজান উপলক্ষ্যে ৬ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে মৎস্যজীবি লীগের কেন্দ্রীয় কমিটি। কুড়িল বিশ্বরোডস্থ সাদ মূসা সেন্টারে সামনে এসব সহায়তা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্যজীবি লীগ সভাপতি সায়ীদুর রহমান সাঈদ, সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর।
এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইসহাক মিয়া, ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর – দক্ষিনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আওয়ামী মৎস্যজীবি লীগ সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর বলেন, আমাদের নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মৎস্যজীবি লীগের ত্রান সহায়তা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আজ ভাটারা এলাকায় ৬ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না পর্যন্ত ত্রান কার্যক্রম অব্যাহত থাকবে
এর আগে গত ৩০ এপ্রিল থেকে ২ এপ্রিল তিন দিনে রাজধানীতে পাঁচ হাজার অসহায় পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করে মৎস্যজীবি লীগের কেন্দ্রীয় কমিটি।
২৬ মার্চ অঘোষিত লকডাউন শুরুর পর থেকেই জনসচেতনামূলক কার্যক্রম ও মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, হেক্সিসলসহ পরিস্কার পরিচ্ছন্ন ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে সংগঠনটি।
সানবিডি/এসকেএস