করোনা সচেতনতায় মা দিবসে সাকিবের আবেগঘন বার্তা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-১০ ১২:৩৬:৪৭
করোনাভাইরাস মোকাবেলায় সুদূর যুক্তরাষ্ট্র থেকে দেশবাসীর জন্য কাজ করে যাচ্ছেন দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
নিজের নামে ফাউন্ডেশন খুলে করোনার প্রকোপে অসহায় হয়ে পড়া মানুষকে আর্থিক সহায়তা দিচ্ছেন।
সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে ও বিভিন্ন পোস্ট করে করোনার সংক্রমণ থেকে বাঁচতে সতর্কতামূলক বার্তা দিচ্ছেন।
এবার বিশ্ব মা দিবসে করোনাকালে মায়েদের সুস্থতার দিকে খেয়াল রাখার বার্তা দিলেন সাকিব আল হাসান।
রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব দেশবাসীর উদ্দেশে লেখেন– মায়েরা ছোটবেলা থেকেই আমাদের সবচেয়ে বেশি যত্ন নিয়ে এসেছেন। আমাদের ভালো-খারাপ, সতর্কতা এবং অসচেতনতার মধ্যে পার্থক্য করতে শিখিয়েছেন। করোনাভাইরাসের এই মহামারী চলাকালীন তাদের যত্ন নেয়া, তাই আমাদের দায়িত্ব। এর পর তিনি লেখেন– মনে রাখতে হবে, বয়সের কারণে তাদের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই তাদের প্রতিনিয়ত মনে করিয়ে দিই সামাজিক দূরত্ব এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার নিয়মগুলো মেনে চলার। এখন আমাদের দায়িত্ব তাদের সর্বাত্মক খেয়াল রাখার।
সানবিডি/ঢাকা/এসএস