প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ডিএসইর ১ কোটি টাকার চেক হস্তান্তর
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৫-১০ ১৯:৫৪:০৫
করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এরই মধ্যে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে৷ সরকার সাধারণ ছুটি ঘোষনা করেছে৷ যান চলাচলবন্ধ করার পাশাপাশি জনসাধারণের চলাচল সীমিত করেছে৷ একই সাথে ঢাকাসহ দেশের বিভিন্নজেলা উপজেলা পর্যায়ে লকডাউন ঘোষনা করেছে৷ এতে সাধারণ খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পরেছে৷
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ অবস্থায় ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে রোববার কর্মহীন, দুস্থও ছিন্নমুল মানুষের সহায়তায় ঢাকা স্টকএক্সচেঞ্জের চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান ডিএসইর পরিচালনা পর্ষদের পক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ কোটি টাকার একটি চেক হস্তান্তর করেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার মূখ্য সচিব আহমেদ কায়কাউস অনুদানের এই চেক গ্রহণ করেন৷
উল্লেখ্য যে, ঢাকা স্টকএক্সচেঞ্জলিঃএর আগেও পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যেদের পরিবারের কল্যানার্থে, নিমতলীর ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সাহাযার্থে, বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্টপোষকতায় পরিচালিত প্রয়াস স্কুলের প্রতিবন্ধী শিশুদের কল্যানার্থে অনুদান প্রদান করেন৷
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস