প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিএসইসির ২ কোটি টাকা প্রদান
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-১০ ২০:০১:৫৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন প্রতিষ্ঠানের পক্ষে চেক প্রদান করেছেন।
একইদিনে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) থেকে প্রায় ১০ লাখ টাকার চেক প্রধামন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়েছে।
চলমান করোনাভাইরাসে সৃষ্ট মহামারিতে সহযোগিতার জন্য গত ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। ওইদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এক জরুরী সভায় কমিশন এই সিদ্ধান্ত নেয়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস