রাশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন লেগে ১০ জনের মৃত্যু

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-১১ ১৮:২৩:৪৩


রাশিয়ার রাজধানী মস্কোতে একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অগ্নিদদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯ জন।খবর-আনাদলু

সোমবার রাশিয়ার জরুরি মন্ত্রণালয় এ খবর জানায়।এর আগে রোববার গভীর রাতে মস্কোর ক্রানোগোস্ক শহরে অবস্থিত ওই বৃদ্ধাশ্রমটিতে আগুন লাগে। মস্কো অঞ্চলের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবনটিতে আগুন লাগার সময় ৩৭ জন অবস্থান করছিলেন। এর মধ্যে ৮ জন কর্মী ছিলেন।

এক ঘণ্টার জ্বলা আগুনে কাঠ দিয়ে তৈরি এ বৃদ্ধাশ্রমটির ব্যাপক ক্ষতি হয় বলে প্রতিবেদনে জানানো হয়।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি খতিয়ে দেখবে দুর্ঘটনাস্থলে কোনো অবহেলা বা নিরাপত্তা সামগ্রীর ঘাটতি ছিল কিনা। বলা হচ্ছে, বাড়ির মালিক যথাযথ অনুমোদন ছাড়াই এই আশ্রমটি চালু করেছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস