২ সাংবাদিকের সঙ্গে বচসায় জড়ালেন ট্রাম্প
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-১২ ১২:৫৫:৪৩
করোনাভাইরাস নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে রীতিমতো বচসায় জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় করোনা পরীক্ষায় যুক্তরাষ্ট্রের ব্যয় সম্পর্কেও ভুল তথ্য দেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, গতকাল সোমবার বিকেলে হোয়াইট হাউসে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। এ সময় প্রায় এক ঘণ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনের শুরুতে করোনাভাইরাস পরীক্ষায় ১ বিলিয়ন ডলার খরচ করেছেন বলে জানান, তবে সংখ্যাটা আসলে ১১ ডলার হবে।
সংবাদ সম্মেলনে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের হোয়াইট হাউস প্রতিনিধি ওয়েজিয়া জিয়াং ট্রাম্পের কাছে প্রশ্ন করেন, ‘আপনি অনেকবার বলেছেন বিশ্বের অন্য দেশের চেয়ে টেস্টে আমেরিকা ভালো করছে।’ এ প্রশ্নে ট্রাম্প সঙ্গে সঙ্গে বলেন, ‘হ্যাঁ’।
এরপর চীনা বংশোদ্ভূত জিয়াং বলেন, ‘বিষয়টি কেন বৈশ্বিক প্রতিযোগিতা, যেখানে প্রতিদিন যুক্তরাষ্ট্রবাসী প্রাণ হারাচ্ছে।’
এরপরই মেজাজ হারান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘তারা পৃথিবীর সব জায়গায় প্রাণ দিচ্ছে। এই প্রশ্নটি সম্ভবত আপনার চীনকে করা উচিত। আমাকে নয়, ঠিক আছে?’
এ কথা বলে ট্রাম্প অন্য এক সাংবাদিককে ডাকেন। তখন জিয়াং বলেন, ‘স্যার এটা বিশেষ করে আমাকে কেন বলছেন?
এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি কাউকে উদ্দেশ্য করে এটা বলছি না। যে আমাকে এমন বাজে প্রশ্ন করতে চায়, তাকেই বলছি।’
সাংবাদিক জিয়াং এর প্রতিবাদ করে বলেন, ‘বাজে প্রশ্ন নয়’।
এরপর আরেক মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্সকে ডাকার আগে ভ্রু কুচকে ট্রাম্প বলেন, ‘আর কেউ?’
কলিন্স মাইক্রোফোন ধরে বলেন, ‘আমার দুটো প্রশ্ন আছে।’ ট্রাম্প এবার বলেন, ‘না। অন্য কেউ।’
কলিন্স বলেন, ‘‘কিন্তু আপনি আমাকে বলেছেন। আমার দুটো প্রশ্ন।’
ট্রাম্প বলেন, ‘আরেক জন, প্লিজ’। থেমে না গিয়ে কলিন্স বলেন ‘কিন্তু আপনি আমাকে ডেকেছেন।’
এরপর মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ডেকেছি। কিন্তু আপনি উত্তর দেননি। এখন আমি পেছনের ওই তরুণীকে ডাকব।’
যদিও পরে তিনি আর কাউকে ডাকেননি। এরপর অনেকটা রাগ করেই হল ত্যাগ করেন ট্রাম্প।
সানবিডি/ঢাকা/এসএস