রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইউনুছ মিয়ার দাফন সম্পন্ন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-১২ ১৯:২৪:৫৮
হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন ২নং ওয়ার্ড আলী আহমেদ তালুকদার বাড়ির বীর মুক্তিযোদ্ধা মরহুম ইউনুছ মিয়ার দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১২ মে ) দুপুর ২ টায় রাষ্ট্রীয় সম্মান “গার্ড অব অনার’ প্রদান করা হয় এবং জানাজা নামায শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা মরহুম ইউনুছ মিয়াকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া রাষ্ট্রীয় সম্মান “গার্ড অব অনার’ প্রদানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ। এসময় হাটহাজারী মডেল থানা পুলিশ ও উপস্থিত ছিলেন।
সানবিডি/এসকেএস