করোনায় ইবনে সিনার চীফ রেডিওলজিস্টের মৃত্যু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-১৩ ১৩:০১:৪৮
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইবনে সিনা ট্রাস্টের চীফ রেডিওলজিস্ট কনসালটেন্ট, মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন মারা গেছেন।
মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন চিকিৎসকের মৃত্যু হলো।
ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের কাস্টমার কেয়ারের তথ্য কর্মকর্তা মো. মাহবুব দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল ঢাকার সিএমএইচ-এ ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে প্রথমে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সিএমএইচ-এর আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।
হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, প্রফেসর ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন পাঁচদিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে গত ৪ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক কর্নেল (অব.) অধ্যাপক ডা. মনিরুজ্জামান। ওইদিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ছাড়া গত ১৫ এপ্রিল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনিই ছিলেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দেশের প্রথম চিকিৎসক।
সানবিডি/ঢাকা/এসএস