গোপালগঞ্জে নতুন করে দুই চিকিৎসক করোনায় আক্রান্ত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-১৩ ১৭:১৮:৫৯


গোপালগঞ্জে নতুন করে দুই চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়ছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে।

বুধবার সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

আক্রান্তদের মধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ১৯ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে একজন গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও অপরজন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

সিভিল সার্জন জানান, আক্রান্ত দুইজন চিকিৎসকই ঢাকা থেকে গোপালগঞ্জ এসেছেন। এর মধ্যে একজন সদ্য নিয়োগপ্রাপ্ত চিকিৎসক। আক্রান্ত দুই চিকিৎসকের মধ্যে একজনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও অপরজনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ওয়ার্ডে নেয়া হয়েছে।

প্রসঙ্গত, আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক ডাক্তারসহ ২০ জন, কাশিয়ানী উপজেলায় ১১ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় একজন চিকিৎসকসহ ১২ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৪ জন ও কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও একজন নার্সসহ ৩ জন।
সানবিডি/ঢাকা/এসএস