উপচে পড়া ভিড়, মার্কেটই বন্ধ করে দিল রাজবাড়ী চেম্বার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-১৩ ২০:০৭:৫৭
সরকার শর্তসাপেক্ষে অনুমতি দেয়ার পর অন্যান্য জেলার মতো রাজবাড়ীতেও দোকানপাট ও মার্কেট খোলা হয়েছিল। কিন্তু ঈদের কেনাকাটা করতে যেভাবে মানুষের ঢল নামে তাতে সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব হয়ে পড়েছিল। পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখতে না পেরে শেষপর্যন্ত মার্কেটই বন্ধ করে দিয়েছে রাজবাড়ী চেম্বার। আজ বুধবার বেলা ৪টার পর এ ঘোষণা দেয় রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
এর আগে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক দূরত্বসহ বেশ কয়েকটি নির্দেশনা মেনে চলার শর্তে ১০ মে থেকেই দোকান পাঠ খোলা রাখার সিদ্ধান্ত নেন ব্যবসায়ী নেতারা। ব্যবসায়ী ও সাধারণ মানুষকে এ ব্যাপারে সতর্কও করা হয়।
কিন্তু দোকানপাট খোলার সঙ্গে সঙ্গে মানুষ ঈদের কেনাকাটা করতে হুমড়ি খেয়ে পড়ে। মানুষের ঢল ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কোনোভাবেই যখন সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না তখন আজ দুপুরে জরুরি সভা করে চেম্বার ও মার্কেট ব্যাবসায়ী সমিতি।
রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, রাজবাড়ীর মার্কেটে কোনোক্রমেই মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। এ কারণে চেম্বার ও বাজার ব্যবসায়ী সমিতি দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুধু ওষুধ ও জরুরি পণ্যের দোকান খোলা থাকবে। এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে সংক্রমণ ও স্বাস্থ্যবিধি আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে দেশেও সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এটি বুঝা যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনেই। আজকে জানানো হয়েছে, গেল ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ১৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। যা একদিনে সর্বোচ্চ। এই সময়ে মারা গেছে ১৯ জন, মৃত্যুও এক দিনে সর্বোচ্চ। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৯-এ। আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৮২২ জনে।
করোনা আক্রান্ত বাড়ছে রাজবাড়ীতেও। আজ সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। আজ নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন একজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৬ জনে। অবশ্য এর মধ্যে ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সানবিডি/ঢাকা/এসএস