১০ টাকা কেজির চাল: নতুন তালিকা করার নির্দেশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-১৪ ১২:৫৭:১২
১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে প্রকৃত গরিব ও দুঃস্থদের অন্তর্ভুক্ত করে নতুন তালিকা তৈরির নির্দেশ দিয়েছে সরকার।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বুধবার তার সরকারি বাসভবন থেকে ঢাকা বিভাগের জেলাগুলোর জেলা প্রশাসক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সরকারি এই নির্দেশনার কথা জানান ।
প্রসঙ্গত, ২০১৬ সালে খাদ্যবান্ধব কর্মসূচি চালু করে সরকার। এর আওতায় সারাদেশে বছরে ৫ মাস ৫০ লাখ পরিবারকে কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজিতে মাসে ৩০ কেজি করে চাল দেয়া হয়।
দেশের বিভিন্ন জায়গা থেকে এই তালিকায় থাকা সুবিধাভোগীদের নিয়ে অভিযোগ আসায় মন্ত্রী অতি দ্রুত তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত গরিব ও দুস্থদের নাম অন্তর্ভুক্ত করে নতুন তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, এই তালিকা করতে যেকোনো প্রকার হুমকি-ধমকিকে ভয় না করে, স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে প্রকৃত গরিব ও দুস্থদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন মন্ত্রী।
সানবিডি/ঢাকা/এসএস