জঙ্গিবাদের বিরুদ্ধে কৃষক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে: মেনন
প্রকাশ: ২০১৫-১২-০৫ ২০:১৬:৫৩
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, শায়েখ রহমান ও বাংলা ভাইয়ের ফাঁসি হলেও তারা দেশে যে জঙ্গিবাদের বীজ বপন করেছিল তারই ধারাবাহিকতায় আবারও ব্লগার হত্যা ও বিদেশীদের উপর হামলা অব্যাহত রয়েছে। এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং ফ্রান্স, যুক্তরাষ্ট্রসহ বর্হিবিশ্বে ধর্মীয় জঙ্গিবাদদের হামলায় ব্যাপক প্রাণ নাশের সৃষ্টি হচ্ছে। সুতরাং যে কোন দেশের তুলনায় বাংলাদেশ এখনও অনেক নিরাপদ। মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কৃষক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার বিকালে ফুলতলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জাতীয় কৃষক সমিতি খুলনা জেলা শাখার ৬ষ্ঠ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি শেখ সাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা কমিটির সভাপতি কমঃ হাফিজুর রহমান ভুইয়া।
প্রধান অতিথির বক্তৃতায় মেনন আরো বলেন, সরকার কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তিসহ যে সব সুযোগ সুবিধা দিয়েছে তার যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে হবে। কৃষক সম্মেলনে তিনি প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি খাসজমি বরাদ্দ, কৃষি উপকরণে ভর্তুকি বৃদ্ধি, কৃষি উৎপাদিত পণ্যের সঠিক মুল্য প্রদান, বাজার সৃষ্টি এবং প্রতারিত কৃষকদের পাশে দাড়ানোর জন্য কৃষি আদালত স্থাপনের জোর দাবি জানান।
সম্মেলন উদ্বোধন করেন জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ। সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক গাজী নওশের আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় নেতা দীপংকর সাহা দিপু, ওয়ার্কার্স পার্টি খুলনা জেলার সাধারণ সম্পাদক এ্যাড. মিনা মিজানুর রহমান, গৌরঙ্গ প্রসাদ রায়, সেলিম আক্তার স্বপন, অধ্যাপক রেজাউল করিম, শেখ লুৎফর রহমান, মাষ্টার সন্দিপন রায়, রেজোয়ান আলী খান, এ্যাড. পুলিন বিহারী সরকার, সিরাজুল ইসলাম, লুৎফর রহমান মোল্যা, প্রভাষক আবুল বাসার, রেজোয়ান রাজা, জাহাঙ্গীর আলম প্রমুখ।
খুলনার প্রত্যন্ত অঞ্চল থেকে দলীয় নেতা, কর্মী ও সমর্থকেরা কাস্তে ও লাঙ্গল প্রতীকের লাল ব্যনার ও প্লাকার্ডসহ সম্মেলন স্থলে উপস্থিত হয়। অপরদিকে পার্টির কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী মেননকে রাষ্ট্রীয় প্রটোকল ও দলীয়ভাবে মটর শোভাযাত্রা সহকারে সম্মেলন স্থলে আনা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয়।
সানবিডি/ঢাকা/রাআ/তাপস