ঢাকা উত্তরের ৬৫ ওয়ার্ডে খাদ্য সহায়তা দিচ্ছে যুবলীগ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-১৬ ২০:৫৬:০৭
করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষের মধ্যে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ যুবলীগ। এরই ধারাবাহিকতায় শনিবার (১৫ মে) ঢাকা মহানগর উত্তরের ৬৫টি ওয়ার্ডের ত্রান কমিটির কাছে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তা সামগ্রি তুলে দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ। ওয়ার্ডের গঠিত ত্রান কমিটি এসব সামগ্রি করোনার কারণে অসহায় হয়ে পড়া মানুষের মাঝে বিতরণ করা হবে।
প্রধানমন্ত্রীর দেয়া এসব উপহার খাদ্য সামগ্রী হস্তান্তর করেন যুবলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল। এসময় উপস্হিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর জাকির হোসেন বাবুল, সাধারন সম্পাদক মো: ইসমাইল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক জহির উদ্দিন খসরু,ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সহ-সভাপতি সাব্বির আলম লিটু, কেন্দ্রীয় যুবলীগ নেতা মফিজুর রহমান মিলন, মনিরুল ইসলাম হাওলাদার, ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, রাশেদুল হাসান সুপ্তসহ মহানগরসহ স্থানীয় যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় মানুষের পাশে যু্বলীগ সব সময় আছে, থাকবে। করোনা ভাইরাসের কারণে অসহায় মানুষের পাশে যুবলীগ দাঁড়িয়েছে। এরই অংশ হিসেবে আজ ঢাকা উত্তরের ৬৫টি ওয়ার্ডে ত্রান কমিটির কাছে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করা হয়েছে।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হতদরিদ্র, ছিন্নমূল, দিনমজুর ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের অসহায় মানুষের শুরু থেকেই দাঁড়িয়েছে বাংলাদেশ যুবলীগ। সারাদেশে করোনা প্রতিরোধে সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করছে নেতাকর্মীরা। দেশের বিভিন্ন জেলায় কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিচ্ছে যুবলীগের নেতাকর্মীরা।
সানবিডি/এসকেএস