চাঁদপুরে সব ধরনের যান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-০৫-১৭ ০৮:৫৯:২৪


করোনার সংক্রমণ প্রতিরোধে ৩১ মে পর্যন্ত চাঁদপুরে সকল ধরনের যান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। এর মধ্যে অটোরিক্সা, অটোবাইক, সিএনজিচালিত অটোরিক্সাও রয়েছে। এসব যানবাহনের চালককে ত্রাণ দেওয়া হবে। তবে জরুরী পরিসেবা দেওয়া যানবাহন চলমান থাকবে।

শনিবার সকালে সার্কিট হাউজে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় তদারকি উপলক্ষে মতবিনিময় সভায় এমন সিদ্ধান্ত জানান ত্রাণ ও দুযোগ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ কামাল।

জেলার করোনা প্রতিরোধ ও ত্রাণ কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত এই সচিব বলেন, চাঁদপুরে করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে আগামী ৩১ মে পর্যন্ত ব্যাটারিচালিত অটোবাইক, সিএনজি, মোটরচালিত রিক্সাসহ সকল যান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে খাদ্য, ওষুধসহ অন্যান্য জরুরী পরিসেবা দেওয়া যানবাহন চলাচল করবে।

তিনি আরো বলেন, যাদের যানবাহন বন্ধ থাকবে, তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হবে। তবে এক্ষেত্রে যানবাহনের লাইসেন্স ও চাবি পুলিশ সুপারের কাছে জমা দিয়ে ত্রাণ নিতে হবে। এ সিদ্ধান্ত যারা অমান্য করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।