গভীর রাতে রাবির হলে গুলি ও ককটেল বিস্ফোরণ
প্রকাশ: ২০১৫-১২-০৫ ২০:৪৫:২৩
গভীর রাতে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদারবখশ হলে । তবে এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় মাদার বখশ হলসহ আশেপাশের হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে বা কারা এঘটনা ঘটিয়েছে তা জানা যায় নি।
গতকাল শুক্রবার রাত সোয়া ১২টার দিকে ১০ মিনিটের ব্যবধানে একটি গুলি ও চারটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থীরা জানান, শুক্রবার রাত সোয়া ১২টা থেকে ১০মিনিটের ব্যবধানে পরপর একটি গুলি ও চারটি ককটেল বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া গেছে। হলের তৃতীয় ব্লকের ছাদ, দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে এসব বিস্ফোরণ এবং গুলির শব্দ পাওয়া গেছে বলে জানান শিক্ষার্থীরা। এ ঘটনায় হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় শিক্ষার্থীরা কেউ নিজ কক্ষ থেকে বাইরে বের হননি।
এদিকে রাত পৌনে একটার দিকে হল শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম বনি, সাধারণ সম্পাদক মাসুদ রানা ও শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশীদের নেতৃত্বে ২০-২৫ জন ছাত্রলীগ নেতাকর্মী হলের তৃতীয় ব্লকের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় ও শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে।
হল প্রাধ্যক্ষ প্রফেসর তাজুল ইসলাম বলেন, ‘আমি প্রক্টরের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।’
মাদারবখশ হল শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি রবিউল ইসলাম বনি বলেন, ‘কে বা কারা এ কাজ করেছে জানা যায়নি। আমরা খোঁজ করে দেখছি। আমরা হল প্রশাসনের সঙ্গে কথা বলবো। এই হলের আবাসিকতা নেই এমন কোনো দুষ্কৃতিকারি হলে থাকলে তাদের বের করে দেওয়ার কথা বলবো।’
সানবিডি/ঢাকা/রাআ