মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেল রপ্তানি করছে ইরান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-১৮ ১৪:২৮:১৮


তেল বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে মার্কিন নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না মধ্যপ্রাচ্যের দেশ ইরান। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ভেনেজুয়েলায় পেট্রোল রপ্তানি করছে দেশটি।

ইরানের পাঁচটি তেলবাহী ট্যাঙ্কার ভেনেজুয়েলায় তেল নিয়ে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ফক্স নিউজ।

শিপ-ট্র্যাকিং ওয়েবসাইট মেরিনট্রাফিক ডট কমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলায় ৪৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পেট্রোল ও সমরূপ দ্রব্য রপ্তানি করেছে ইরান। ইরানের বান্দার আব্বাস এলাকার নিকটে অবস্থিত দ্য পার্সিয়ান গালফ স্ট্রার রিফাইনারি থেকে পাঁচটি ট্যাঙ্কারে পেট্রোলসহ এক ধরনের দ্রবাদি তোলা হয়েছে। গত ১২ মে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের উদ্দেশে ট্যাঙ্কারগুলো রওনা দিয়েছে।

এই বিষয়ে ইরানের মন্ত্রিসভার মুখপাত্র আলি রাবেই বলেন, আমাদের তেল বিক্রি করার জন্য আমাদের নিজেদেরকেই রাস্তা খুঁজে বের করতে হবে। ভেনেজুয়েলা এবং ইরান দুটি স্বাধীন দেশ হিসেবে তাদের বাণিজ্য সম্পর্ক থাকতে পারে।

প্রসঙ্গত, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্তে সরে যাওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুরোনো দ্বন্দ্ব আরও বাড়তে থাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ২০১৮ সালে ওই চুক্তি থেকে সরে গিয়ে তেহরানের ওপর কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করে ওয়াশিংটন।

এরপর ইরানের উপকূলে হরমুজ প্রণালিতে দুই দফায় ছয়টি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা, মার্কিন ড্রোনে গুলি করে বিধ্বস্ত, জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা এবং সর্বশেষ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও খারাপ হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস