ভোক্তা অধিকারের মহাপরিচালকসহ ৪ কর্মকর্তা করোনায় আক্রান্ত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-১৮ ১৬:৪৫:০০
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহাসহ চার কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
আজ সোমবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার দৈনিকআমাদের সময় অনলাইনকে অধিদপ্তরের মহাপরিচালকের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ডিজি স্যারের রেজাল্ট পজিটিভ এসেছে। আরও একাধিক কর্মকর্তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেগুলোর ফলাফল এখনো পাওয়া যায়নি।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিষ্ঠানের আরেক কর্মকর্তা জানান, ডিজিসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন- উপ-পরিচালক আতিয়া সুলতানা, সহকারী পরিচালক শাহনাজ সুলতানা ও রজবী নাহার।
সানবিডি/ঢাকা/এসএস