দক্ষিণাঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে : পানি সম্পদ সচিব
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৫-২৪ ১০:২০:১৯
বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের ভাঙন থেকে উপকূল এলাকা রক্ষার জন্য খুব শিগগিরই দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। তিনি বলেন, ‘প্রাকৃতিক জীববৈচিত্র্য ও নদী রক্ষা করেই এ দেশের মানুষের জীবন-জীবিকা উন্নত করতে সরকার দীর্ঘ মেয়াদি ডেল্টা প্লান গ্রহণ করেছে এবং এর কার্যক্রম শুরু হয়েছে। ডেল্টা প্লানের প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ঘূর্ণিঝড়ের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সক্ষমতা অর্জন করবে।’
শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী করণীয় এবং খুলনা জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানান।
অতি প্রবণ ঘূর্ণিঝড় আম্পানে দক্ষিণাঞ্চলে বেশ কিছু বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে জোয়ারের পানিতে প্রাবিত হয়েছে অনেক এলাকা। এমন ক্ষতির মুখে পড়েছে খুলনার উপকূলীয় উপজেলাগুলোও। তবে সেগুলোর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো মেরামতের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানান সচিব। তাছাড়া পানি উন্নয়ন বোর্ডও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের সক্ষমতা আগে তুলনায় বৃদ্ধি পেয়েছে। এছাড়া জনবল সংকট কাটিয়ে উঠতে নতুন নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’
এ ব্যাপারে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু, খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল আলম খান, কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানসহ সেনাবাহিনীর প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানবিডি/এনজে