করোনাভাইরাসে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতার মৃত্যু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-৩০ ১২:২২:৪৪
কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিষ্ঠাতা ইমামুল কবীর শান্ত মারা গেছেন।
শনিবার সকাল ৭টায় সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে তার মৃত্যু হয়।
শান্ত মারিয়াম ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা লিলি ইসলাম তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ইমামুল কবীর শান্ত সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেড, শান্তনিবাস ও শান্ত মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন।
প্রসঙ্গত গত ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয় এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। এরপর থেকে প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৮৪৪ জন। মারা গেলেন ৫৮৩ জন।
সানবিডি/ঢাকা/এসএস