বরগুনায় হরিণের মাথাসহ চামড়া উদ্ধার

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৫-৩০ ১৬:০৮:১৫


বরগুনার পাথরঘাটা উপজেলায় হরিণের মাথাসহ দুটি চামড়া উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার বাদুরতলার খাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় কোস্ট গার্ড সদস্যরা তা উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি কোস্ট গার্ড সদস্যরা।

পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ১২টার দিকে বিষখালী নদীর বাদুরতলা খালের মোহনাসংলগ্ন তীর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হরিণের মাথা ও দুটি চামড়া উদ্ধার করা হয়। পরে হরিণের চামড়া ও মাথা পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, হরিণের মাথা কেরোসিন দিয়ে মাটিচাপা দেওয়া হচ্ছে। আর হরিণের চামড়া দুটি সংরক্ষণ করার প্রক্রিয়া চলছে। এই ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে অজ্ঞাতনামা লোকজনকে আসামি করে পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে তিনি জানান।
সানবিডি/ঢাকা/এসএস