আপাতত ট্রেনে ভাড়া বাড়ছে না : রেলমন্ত্রী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-৩০ ১৬:২১:০৫


যেহেতু রেল সরকারি সেবামূলক পরিবহন, তাই আমরা এখানে কোনো ভাড়া বাড়াবো না। আগের ভাড়াই চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

আজ শনিবার দুপুরে রেলভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, স্বাস্থ্যবিধি মানার জন্যই আমরা ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করবো। ট্রেনের সব টিকিট অনলাইনে দেওয়া হবে। একইসঙ্গে শীততাপ নিয়ন্ত্রিত কেবিনের বালিশ, কাঁথা এগুলো দেওয়া হবে না। তাছাড়া করোনাভাইরাসের এসময় ট্রেনে কোনো ধরনের খাবার সরবরাহ করা হবে না।

তিনি বলেন, জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হবেন না। ট্রেনে যাত্রা করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। যাত্রীদের ভিড় এড়াতে রাজধানীর বিমানবন্দর স্টেশন, গাজীপুরের জয়দেবপুর ও নরসিংদী স্টেশনে আপাতত কোনো ট্রেন থামবে না। আগামী ১৫ জুন পর্যন্ত সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলেও জানা তিনি।
সানবিডি/ঢাকা/এসএস