চুড়ান্ত সিদ্ধান্ত জানাতে ভারতকে একদিন সময় দিল পাকিস্তান

প্রকাশ: ২০১৫-১২-০৬ ১৯:২৮:৪১


Pakistan-Indiaপূর্ব নির্ধারিত সময় প্রায় এসেই পড়েছে। কিন্তু ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ নিয়ে খোলসা করে কোনো কথাই বলছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিষয়টি হতাশায় ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। বিসিসিআইকে তাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য এক দিনের আল্টিমেটাম দিয়েছে পিসিবি। সোমবারের মধ্যে সিরিজ সম্পর্কে বিসিসিআই নির্দিষ্ট করে কিছু না বললে, দ্বিপাক্ষিক এই ক্রিকেট সিরিজ থেকে পিছু হটবে পাকিস্তান।

রবিবার পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খানের বরাত দিয়ে এমন সংবাদ দিয়েছে পাকিস্তান ও ভারতের মিডিয়াগুলো। শাহরিয়ার পাকিস্তানি মিডিয়াগুলোকে বলেছেন, ‘যেহেতু সিরিজের জন্য নির্ধারিত সময় একেবারেই দ্বারপ্রান্তে। তাই বিসিসিআই এই বিষয়ে (সোমবারের মধ্যে) চূড়ান্ত সিদ্ধান্ত না দিলে সিরিজটি বাতিল করব আমরা। কেননা, নিরপেক্ষ ভেন্যুতে (শ্রীলঙ্কায়) এই সিরিজের আনুষ্ঠানিকতা সারার মতো আর যথেষ্ট সময় থাকবে না আমাদের হাতে।’

চলতি মাসের ১৫ তারিখ থেকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ভারত ও পাকিস্তানের মধ্যকার এই দ্বিপাক্ষিক সিরিজ। এই সিরিজে ৩টি ওয়ানডে ও ২টি টোয়েন্টি২০ ম্যাচ খেলার কথা দুই দলের। কিন্তু ভারতের গড়িমসিতে সিরিজের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। বিশেষ করে ভারত সরকার এই সিরিজের বিষয়ে অনুমতি দিবে না বলে সংবাদ প্রকাশিত হওয়ার পর।

এদিকে, সিরিজটির বিষয়ে নেতিবাচক সিদ্ধান্ত নিলে আইনগত ঝামেলায় পড়ার শঙ্কাও রয়েছে বিসিসিআইয়ের। রবিবার ভারতের মিডিয়াগুলোতে প্রকাশিত হয়েছে এমন সংবাদ।

প্রকাশিত সংবাদে বলা হয়েছে, সিরিজ খেলার সম্মতি দিয়ে গত বছরই পিসিবিকে একটি চিঠি দিয়েছিল বিসিসিআই। তাই লিখিত প্রমাণ থাকায় সিরিজটি না হলে আইনগতভাবে ঝামেলায় পড়তে হতে পারে বিসিসিআইকে।

২০১৪ সালের ৯ এপ্রিল পিসিবিকে ওই চিঠি দিয়েছিল নারায়ণস্বামী শ্রীনিবাসনের অধীনে থাকা তৎকালীন বিসিসিআই কমিটি। চিঠিতে বলা হয়েছিল, ২০১৫ সালের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত। সিরিজে ২টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ২টি টোয়েন্টি২০ ম্যাচ খেলার অঙ্গীকারও ছিল। এই অঙ্গীকার করার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে শ্রীনিবাসনের প্রতি পাকিস্তানের সমর্থনও আদায় করেছিল বিসিসিআই। শ্রীনিবাসন বর্তমানে বিসিসিআই ও আইসিসি থেকে পদচ্যুত হয়েছেন। তবে তার দলের দেওয়া সেই চিঠিই এখন ঝামেলা হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য।

এদিকে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন, বিসিসিআই নির্ধারিত সময়ের মধ্যে সিরিজ সম্পর্কে চূড়ান্ত উত্তর না দিলে পিসিবি আগামী কয়েক দিনের মধ্যে জাতীয় দলের ক্যাম্প শুরু করে দিবে। আগামী বছর জানুয়ারির শেষ দিকে ইংল্যান্ড সফর করার কথা পাকিস্তানের। সেই সিরিজ সামনে রেখেই আয়োজিত হবে এই ক্যাম্প।