পঞ্চম দিনে গড়ালো কোটলা টেস্ট

আপডেট: ২০১৫-১২-০৬ ১৯:৩৯:১৪


Ind-Sa_sunbd24শেষ অব্দি পঞ্চম দিনে গড়িয়েছে কোটলা টেস্ট। ভারত ও সফরকারী দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের চতুর্থ দিন ছিল রবিবার। এদিন জয়ের জন্য ৪৮১ রানের টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৭২ রান নিয়ে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকানরা। সোমবার ম্যাচের পঞ্চম ও শেষ দিন।

ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ৪ ম্যাচের এই সিরিজে এই প্রথম খেলা চলা অবস্থায় কোনো টেস্ট পঞ্চম দিনে গড়িয়েছে। আগের ৩টি টেস্টের দু’টিতে পিচের বৈরী আচরণে তৃতীয় দিনেই ম্যাচ শেষ হয়ে গিয়েছিল ভারতের জয় দিয়ে। আর একটি পঞ্চম দিনে গড়িয়েছিল, তবে তা বৃষ্টির কল্যাণে। কারণ ওই ম্যাচে প্রথম দিনের পর আর কোনো খেলাই অনুষ্ঠিত হয়নি।

রবিবার অজিঙ্ক রাহানের ‘যমজ সেঞ্চুরি’তে (একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি) ৫ উইকটে হারিয়ে ২৬৭ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ভারত। প্রথম ইনিংসে তারা লিড পেয়েছিল ২১৩ রানে। ফলে দুই ইনিংস মিলিয়ে স্বাগতিকরা মোট লিড পেয়েছে ৪৮০ রানের।

এই ইনিংসে ২০৬ বল খেলে অপরাজিত ১০০ রান করেছেন প্রথম ইনিংসে ১২৭ রান করা রাহানে। আর অধিনায়ক বিরাট কোহলি আউট হয়েছেন ৮৮ রান করে।

চলমান সিরিজে একের পর এক ব্যাটিং ব্যর্থতা দেখানো দক্ষিণ আফ্রিকানদের জন্য ৪৮১ রানের টার্গেট ছোঁয়া অসম্ভবই বটে। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৪৯ রানে ২ উইকেট হারিয়ে সেই কথাই যেন প্রমাণ করার উপক্রম হয়েছিল অতিথিদের। তবে অধিনায়ক হাশিম আমলা ও ড্যাশিং ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের দৃঢ়তায় দিনশেষে আর কোনো উইকেট হারাতে হয়নি ৭২ রান সংগ্রহ করা দক্ষিণ আফ্রিকাকে। আমলা অপরাজিত রয়েছেন ২৩ রান নিয়ে। ভিলিয়ার্স নটআউট ব্যক্তিগত ১১ রানে।

ভারতের পক্ষে ২টি উইকেটই পেয়েছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

সংক্ষিপ্ত স্কোর

ভারত : ৩৩৪/১০ এবং দ্বিতীয় ইনিংস, ২৬৭/৫ ডিক্লেয়ার, ওভার ১০০.১ (রাহানে ১০০*, কোহলি ৮৮; মর্কেল ৩/৫১, অ্যাবোট ১/৪৭)

দক্ষিণ আফ্রিকা : ১২১/১০ এবং দ্বিতীয় ইনিংস, ৭২/২, ওভার ৭১ (আমলা ২৩*, ভিলিয়ার্স ১১*, বাভুমা ৩৪; অশ্বিন ২/২৯)

*চতুর্থ দিন শেষে