১৪৩ ওভারে ১৪০! তবু আশাভঙ্গ আফ্রিকার

আপডেট: ২০১৫-১২-০৭ ১৮:১০:৪৩


228515_93765উইকেট। স্পিন। রিভারসুইং। ডিফেন্স। অতঃপর শেষ সেশনে হার। রোমাঞ্চকর এক টেস্টের সমাপ্তি হল দিল্লির ফিরোজ শাহ কোটলায়। প্রায় দুই দিনে ৪৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ম্যাচ বাঁচাতে চাওয়ার ইচ্ছা সফল হল না সফরকারী দক্ষিণ আফ্রিকার। ক্রিকেটবিশ্ব দেখল মারকুটে এক ভিলিয়ার্সের ক্রিজে পড়ে থাকা; ২৯৭ বলে ৪৩। ক্লাসিক এক আমলার একটানা ডিফেন্স; ২৪৪ বলে ২৫। এতটুকু মোটামুটি ঠিকই ছিল। কিন্তু পঞ্চম দিন চা বিরতির পর ৩১ বলে ‘বেঠিক’ হয়ে গেলেন ৫ ব্যাটসম্যান। তাতেই মরণ!

দিল্লির এই টেস্ট শুরু হওয়ার আগেই পিচ নিয়ে হৈ-চৈ শুরু হয়। কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের সাবলীল ব্যাটিং সেই আলোচনায় কিছুটা জল ঢেলে দেয়। তবে পেরে ওঠেনি আমলারা। শেষ দিন প্রতিটি বল এখানে পড়ে ওখানে যাচ্ছিল। জাদেজা তো একটানা ১৭টা মেডেন নিয়ে নিলেন! যাদবের গোটা দুই বাউন্সার ভিলিয়ার্সকে আহত করল। মাটিতে ব্যাটও ফেলে দিল!

এমন পিচে ৩৩৭ রানের হার মানতে বাধ্য হয় আফ্রিকা। ম্যাচ শেষে আফ্রিকার দ্বিতীয় ইনিংসের স্কোরটা বলে দিচ্ছে কতটা মন্থর ছিল সফরকারীদের ব্যাটিং-১৪৩/১০, ওভার ১৪৩.১!

সানবিডি/ঢাকা/রাআ