নওগাঁ সরকারি কলেজে দীক্ষা অনুষ্ঠিত
প্রকাশ: ২০১৫-১২-০৭ ২১:১৮:৪৬
সেবার ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছে রোভার স্কাউটিং। ৩ মাস প্রশিক্ষণ গ্রহনের পর রোভার সহচরদের সদস্য স্তরে উর্ত্তীণ হওয়ার মাধ্যমে রোভারিং জীবনের অভিষেক ঘটে। ০৭ ডিসেম্বর বেলা ১২টায় নওগাঁ সরকারি কলেজ প্রাঙ্গণে দীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দীক্ষা অনুষ্ঠানে প্রশিক্ষত ৪৫জন রোভার সহচরদের দীক্ষা প্রদান করা হয়।
দীক্ষা প্রদান অনুষ্ঠান শেষে কলেজ মিলনায়তনে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নওগাঁ সরকারি কলেজ রোভার গ্রুপের সভাপতি প্রফেসর এসএম জিল্লুর রহমান এর সভাপতিত্বে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা রোভারের সহ-সভাপতি প্রফেসর শরিফুল ইসলাম খান, নওগাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. মোস্তাফিজার রহমান, নওগাঁ সরকারি কলেজ ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান পিযুষ কান্তি ফৌজদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগি অধ্যাপক জালাল উদ্দিন প্রামানিক, রোভার নেতা শ্যামলী রায়, সাবেক গ্রুপ সম্পাদক মো. এনামুল হক, নওগাঁ সরকারি কলেজ রোভার গ্রুপের গ্রুপ সম্পাদক মো. আব্দুস সালাম।
অনুষ্ঠানে সাবেক রোভার নেতা, সাবেক সিনিয়র রোভার মেটদের বিদায় সংবর্ধনা ও নবাগত রোভার নেতা ও সিনিয়র রোভার মেটদের সংবর্ধিত করা হয়।
সানবিডি/ঢাকা/রাআ