শিবির সন্দেহে শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ

প্রকাশ: ২০১৫-১২-০৮ ০৯:৩৫:৩৮


Chittagong-Universityচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিবির সন্দেহে সমাজতত্ত্ব বিভাগের ২০০৯-১০ সেশনের মো. কবির (২৬) নামে এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগ।

পরে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি করেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের ঝুপড়িতে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে জানেন না বলে মন্তব্য করেন।

তবে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার চৌধুরী বাংলামেইলকে বলেন, ‘শিবির সন্দেহে একজনকে মারধর করার খবর পেয়ে আমরা পুলিশ পাঠাই। পরে পুলিশ তাকে উদ্ধার করে চবি মেডিকেলে নিয়ে ভর্তি করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’