ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের এজিএম আজ
প্রকাশ: ২০১৫-১২-০৮ ১০:৩৪:১৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স কর্পোরেশন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আজ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এদিন বেলা ১১টায় ঢাকার গুলশানের হোটেল আমারিতে এ এজিএম অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স কর্পোরেশন লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।
সভায় ৩০ জুন ২০১৫ হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৯০ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ২৭ টাকা ৩২ পয়সা।