শাহজালালে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার

প্রকাশ: ২০১৫-১২-০৮ ১০:৩৬:০০


Goldরাজধানীর হযরত শাহজালাল (রহ.) আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগ।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে মালয়শিয়া থেকে আগত এমএইচ ১৯৬ ফ্ল্যাইট থেকে স্বর্ণগুলো আটক করা হয়।

কাস্টমস শুল্ক ও গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে জানান, মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমানের সিটের নিচ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ ১৮ কেজি ৬৪০ গ্রাম। ঘটনায় কাউকে আটক করা যায়নি।