`নিজামী কোনো অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না`

প্রকাশ: ২০১৫-১২-০৮ ১১:৪০:২০


MAHAUBমৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আপিল বিভাগের কাছে আমরা ন্যায়বিচার প্রত্যাশী।

মঙ্গলবার নিজামীর আপিলের চূড়ান্ত রায় ঘোষণার দিন ধার্য করার পর সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের সময় নিজামী কোনো অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। এ কথা আমরা আদালতে বলেছি। নিজামী রাজনৈতিক বিশ্বাস থেকে পাকিস্তানের অখণ্ডতা সমর্থন করতেন। আদালত আমাদের বক্তব্য মনোযোগসহকারে শুনেছেন। আমরা আশা করছি, সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায়বিচার পাব।’

উল্লেখ্য, আজ সকালে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের রায় ঘোষণার জন্য ৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। দুই পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ  রায়ের এই দিন ঠিক করেন।