অশ্বিনের দখলে সাকিবের আসন
প্রকাশ: ২০১৫-১২-০৮ ১৯:৩৫:৪৮
টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তাকে সরিয়ে শীর্ষে উঠে এসেছেন ভারতীয় স্পিনার রবি চন্দ্রন অশ্বিন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সর্বশেষ দিল্লি টেস্টে ব্যাট ও বল হাতে দারুণ পারফর্ম করায় এই পুরষ্কার পেলেন তিনি। মঙ্গলবার সর্বশেষ র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার টেস্টে অশ্বিন নিয়েছেন ৩১টি উইকেট। সর্বশেষ দিল্লি টেস্টে করেছেন একটি ফিফটিও। ফলে ৪০৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষস্থান দখল করেছেন এই স্পিনার। ফলে এতদিন শীর্ষে থাকা সাকিব আল হাসানকে নেমে যেতে হয়েছে দ্বিতীয় স্থানে। সাকিবের রেটিং পয়েন্ট ৩৮৪। ৩১৫ রেটিং পয়েন্ট নিয়ে সাকিবের পরই তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ডের অলরাউন্ডার স্টুয়ার্ট ব্রড। এরপর সেরা পাঁচের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ফিল্যান্ডের ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।
টেস্ট বোলার র্যাংকিংয়েও ক্যারিয়ার সেরা উন্নতি করেছেন অশ্বিন। ৮৭১ রেটিং পয়েন্ট নিয়ে তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। ৮৭৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। টেস্ট বোলার র্যাংকিংয়ে সেরা পাঁচে রয়েছেন অ্যান্ডারসন, ইয়াসির শাহ ও স্টুয়ার্ট ব্রড।
টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে সাকিব দ্বিতীয় স্থানে নেমে গেলেও ওয়ানডে অলরাউন্ডার ক্যাটাগরিতে ঠিকই শীর্ষে রয়েছেন তিনি। ৪১৬ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে সাকিব। সেখানে শ্রীলংকার তিলকরত্নে দিলশান রয়েছেন দ্বিতীয় স্থানে। কিন্তু সাকিবের চেয়ে দিলশানের রেটিং পয়েন্ট অনেক কম, ৩৬৬। টি২০ অলরাউন্ডার ক্যাটাগরিতেও শীর্ষে আছেন সাকিব (৩৬২ রেটিং পয়েন্ট)। ৩৩০ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তানের শহীদ আফ্রিদি।
টেস্টে দলগত র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং ১১৪। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-০তে টেস্ট সিরিজ জিতে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। তাদের রেটিং ১১০। তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ১০৯। এরপর সেরা পাঁচে রয়েছে পাকিস্তান ও ইংল্যান্ড।
সানবিডি/ঢাকা/রাআ