ম্যানহোলে নিখোঁজ নীরবের লাশ মিলল বুড়িগঙ্গায়
প্রকাশ: ২০১৫-১২-০৮ ২২:২৩:১৯
ফায়ার ব্রিগেডের উপ-পরিচালক মোজাম্মেল হক বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের পাশে বুড়িগঙ্গার তীরে শিশুটির লাশ পাওয়া যায়। বুড়িগঙ্গার কাছে একটি নালায় বসানো জালে লাশটি আটকে ছিল।’
নীরবকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহেল তাকে মৃত ঘোষণা করেন। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, ‘ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে শ্যামপুর বাজার সংলগ্ন সেনাকল্যাণ ঘাটের কাছে শিশুটিকে পাওয়া যায়।’
এর আগে বিকাল ৪টার দিকে শ্যামপুরের পালপাড়ার শিল্প কারখানার বর্জ্যের একটি ম্যানহোলে পড়ে যায় শিশুটি। নীরবের মা জানান, পাশে থাকা অন্য একটি শিশু ধাক্কা দিলে নীরব ওই ম্যানহোলে পড়ে যায়। খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। ডুবুরি নিয়ে চেষ্টা চালিয়ে চার ঘণ্টার বেশি সময় পর নীরবের লাশ উদ্ধার করা হয়।