স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিল পাষণ্ড স্বামী

প্রকাশ: ২০১৫-১২-০৯ ১৮:৫৪:৫৮


narail20151001082103নড়াইলে পারিবারিক কলহের জেরধরে এক গৃহবধুকে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত ১০টার এ ঘটনা ঘটে।
গৃহবধুর নাম সবিতা বেগম (২৫) সে নড়াইলে সদরের আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রামে গ্রামের কয়েস বেগের স্ত্রী। স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরধরে পাষন্ড স্বামী কয়েস বেগসহ তার বাড়ীর সদস্যরা হত্যার উদ্যেশ্যে গৃহবধুর গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়। সে অবস্থায় বাঁচার জন্য সবিতা বেগম দৌড়ে নড়াইল কালিয়া রাস্তায় আসলে স্থানীয় লোকজন উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। ঘটনার পর থেকে কয়েস বেগের বাড়ী সদস্যরা পলাতক রয়েছে।
নড়াইল সদর হাসপাতাল আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ মশিউর রহমান বাবু জানান, তার শরিরের ২৫ ভাগ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হবে। নড়াইল সদর থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।