১৪ ডিসেম্বর আমান ফিডের এজিএম

প্রকাশ: ২০১৫-১২-১০ ১১:৪৬:৪৯


Aman-Feedপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৪ ডিসেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওইদিন বেলা ১১টায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফ্যাক্টরি প্রাঙ্গনে এ এজিএম অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, আমান ফিড লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ।

কোম্পানির ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ০৭ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৯০ পয়সা।