কি হল জন্মে
প্রকাশ: ২০১৫-১২-১০ ১২:২০:৫৯
সেই ১৯৭১
গোলা-বারুদ আর কামানের
শব্দ শুনতে শুনতে
আমার জন্ম।
আমি স্বাধীনতা।
ভেবেছিলাম স্বাধীন হয়েছি,
বিদায় নিয়েছে অন্যায়-অত্যাচার,
হায়নার হাত থেকে হয়েছি নিরাপদ।
না, কই স্বাধীন হলাম?
রাস্তায় বেরুলেই বারুদের গন্ধ,
পেট্রোল বোমায় ঝলসে যাচ্ছে
আমার দেহ।
হাসপাতালে পুড়িত মানুষের আর্তনাদ,
জেলের ঘানি টানছে নির্দোষ।
রন্দ্রে রন্দ্রে ভরে গেছে দুর্নীতি,
ঘুষ ছাড়া কাজ হয়না।
মেধাবীরা ঘুরছে,
চাকুরি নামের সোনার হরিণের পিছে।
বড় বড় স্থানে বসে আসে মেধাহীন, অর্থবোরা।
দলকানা হয়েছে গেছে দেশ
দল অন্যায় করলেও যুক্তির গাড়ি ঘুড়িয়ে
তা ন্যায় বানাতে চায় তারা।
কি হল আমার জন্মে
যনি না সব স্বাধীনমত
ন্যায়ের সাথে হয়।