মুক্ত হল ফেসবুক
আপডেট: ২০১৫-১২-১০ ১৩:৫৩:৫৭
খুলে দেয়া হয়েছে বন্ধ থাকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। নিরাপত্তার স্বার্থে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধই থাকবে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম।
নিরাপত্তার কথা বলে গত ১৮ নভেম্বর ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার।
সাইবার সন্ত্রাস ও হয়রানি রোধে কন্টেন্ট নিয়ন্ত্রণ ও তথ্য আদান প্রদানে সহযোগিতার জন্য একটি চুক্তি করতে আগ্রহ জানিয়ে গত ৩০ নভেম্বর ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এর পরের দিনই চিঠির উত্তর পাঠায় কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে গত ৬ ডিসেম্বর ঢাকায় এসে বাংলাদেশ সরকারের সঙ্গে এক বৈঠক করে ফেসবুকের একটি প্রতিনিধি দল।