গাপটিলের ব্যাটে প্রথম দিন নিউজিল্যান্ডের
আপডেট: ২০১৫-১২-১০ ১৮:৫৬:২৬
শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন দারুণভাবে পার করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। বৃহস্পতিবার ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৪০৯ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।
দলের পক্ষে মার্টিন গাপটিল ১৫৬, টম লাথাম ২২, কেন উইলিয়ামসন ৮৮, রস টেইলর ৮, ব্রেন্ডন ম্যাককলাম ৭৫, মিচেল স্যান্টনার ১২, বিজে ওয়াটলিং ৫ ও টিম সাউদি ২ রান করেন। আর দিন শেষে ডগ ব্রেসওয়েল ৩২ ও নেইল ওয়াগনার শূন্য রানে অপরাজিত থাকেন।
শ্রীলঙ্কার পক্ষে সুরাঙ্গা লাকমাল ২টি, নুয়ান প্রদ্বীপ ২টি, অ্যাঞ্জেলো ম্যাথুস ১টি, দুশমান্থ চামিরা ২টি ও মিলিন্দা সিরিবর্দনে ১টি করে উইকেট নেন। টেস্ট সিরিজ শেষে কিউইদের বিরুদ্ধে পাঁচটি ওডিআই ও দুইটি টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা।
সানবিডি/ঢাকা/রাআ