’এখনো সৎ আছি, আমাকে সৎ থাকতে দিন’

প্রকাশ: ২০১৫-১২-১০ ২১:০৬:১৬


DSC09764‘এখানো আমি সৎ আছি, আমাকে সবাই সহযোগিতা করুণ, সৎ থাকতে দিন’-আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় সভায় বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম রেজা।

বক্তব্যে তিনি আরো বলেন, ‘আমি জানি না কত সময় সৎ থাকতে পারব। উপরে উঠতে হলে সিঁড়ির উপরের ধাপ ভাঙা থাকলে উপরে উঠা যায় না।’ ‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এ প্রতিপাদ্য সামনে নিয়ে গত বুধবার (৯ডিসেম্বর) নড়াইলের লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়।

এ উপলক্ষে বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি অরবিন্দ আচার্যের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডর ফকির মফিজুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী মোস্তাইন বিল্লাহ, লোহাগড়া সরকারি আদর্শ মাহাবিদ্যালয়ের প্রভাষক ইরাদত হোসেন, সিডি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির ওহিদুজ্জামান, শিক্ষক মওলানা আব্দুর রাজ্জাক,নিরাপদ সড়ক চাই নিসচা’র সদস্য সচিব সৈয়দ খায়রুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মারুফ সামদানি, সাংবাদিক কাজী আশরাফ প্রমুখ।

সানবিডি/ঢাকা/রাআ