কাশ্মীরে আঙুরের ব্যাপক ফলন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-০৪ ০৮:৩৫:২২
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের অনেকেই কৃষির ওপর নির্ভরশীল। এই এলাকার কৃষকরা বিশেষ করে আঙুর ও আপেলের মতো ফল চাষ করেই তারা জীবীকা নির্বাহ করে আসছেন।
ভারত সরকার সেখানকার প্রান্তিক চাষীদের জন্য রাষ্ট্রীয় কৃষি বিকাশ জোযনা নামে বিশেষ প্রণোদনা প্রকল্প চালু করেছে।খবর ইয়াহু নিউজের।
লেকের শহর হিসেবে পরিচিত গান্দেরবাল এলাকাটি আঙুরের জন্য বেশ প্রসিদ্ধ।এখানে রাষ্ট্রীয় কৃষি বিকাশ জোযনা প্রকল্প চালু করার ফলে স্থানীয় কৃষকরা বেশ ভাল ফলন পেয়েছে এ বছর।
গত বছর উপত্যকায় কেন্দ্রীয় শাসন জারির পর থেকে ভারত সরকারের প্রণোদনায় এখানকার চাষীরা কৃষিতে ভাল ফলন পাচ্ছেন।
এখানকার চাষীরা বলছেন, ভারতের কেন্দ্রীয় সরকারের দেয়া প্রণোদনার ফলে ফলনও ভাল হচ্ছে এবং আঙুরের গুণগত মানও ভাল হচ্ছে।
গান্দারবাল কৃষি অফিসের কর্মকর্তা মনসুর আহমেদ বাট জানান, কেন্দ্রীয় সরকারের প্রণোদনা এবং বিশেষ নজরদারির কারণে এখানকার কৃষকরা উপকৃত হচ্ছেন।
উল্লেখ্য, কাশ্মীরে গত বছরের ৫ আগষ্ট রাজ্যটির বিশেষ স্ট্যাটাস তুলে নিয়ে সেখানে কেন্দ্রীয় শাসন জারি করা হয়।
সানবিডি/এনজে