ক্রিকেট টুর্ণামেন্টে বিজয়ী দলকে খাসী পুরস্কার!!

প্রকাশ: ২০১৫-১২-১১ ২১:৪৪:৪২


12321605_791759140970277_2281075447894307237_nফেসবুক ফ্রেন্ডস্ সোসাইটি, বগুড়া আয়োজিত বিজয় দিবস ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুক্রবার সকালে আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ন ফাইনালে ছোটকুমিড়া আহরণ যুব সংঘকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইয়ংস্টার ক্লাব ছোটকুমিড়া। টসে জিতে আহরণ যুব সংঘের অধিনায়ক ইয়ংস্টার ক্লাবকে ব্যাট করতে পাঠায়। তারা নির্ধারিত ১৫ ওভারে ৭ উইকেটে করে ৯৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান এরশাদ আলী। এছাড়া সৈকত ২১, সিহাব ১৩ এবং সোহান ১১ রান করেন। আহরণ যুব সংঘের ফয়সাল ৩টি উইকেট লাভ করেন।

জবাবে আহরণ যুব সংঘ ৫ উইকেটে করে ৯৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন মশিউর। এছাড়া বিপুল করেন ১৬ রান। ইয়ংস্টার ক্লাবের রিপন ২টি উইকেট লাভ করেন। বিজয়ী দলের এরশাদ আলী ম্যান অব দ্য ফাইনাল এবং একই দলের রিপন ম্যান অব দ্য টুর্ণামেন্ট নির্বাচিত হন।

খেলা শেষে ১০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আরিফুর রহমান আরিফরে সৌজন্যে চ্যাম্পিয়ন দলকে একটি খাসী পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক তানভীর আলম রিমন। ফেসবুক ফ্রেন্ডস সোসাইটি বগুড়া’র সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ফেসবুক ফ্রেন্ডস্ সোসাইটি বগুড়া’র সহসভাপতি আবুল কাসেম আমিন, সাধারন সম্পাদক মোস্তফা মোঘল, যুগ্ম-সাধারন সম্পাদক প্রভাষক মহররম আলী, প্রতীক ওমর, আরিফ আরেফিন, সাংগঠনিক সম্পাদক ও টুর্ণামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মেহেদী হাসান নয়ন, কোষাধ্যক্ষ রিমন হোসেন ছনি, ক্রীড়া সম্পাদক রশিদুল ইসলাম, অফিস সম্পাদক রাকিন আহম্মেদ, যুব-বিষয়ক সম্পাদক নিরব মিয়া, প্রকাশনা সম্পাদক আমিন ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক মাসুদ রানা বিপ্লব, নির্বাহী সদস্য রাসেল রবি প্রমূখ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলা পরিচালনা করেন জাহিদ ইকবাল জিতু ও নিরব মিয়া।

সানবিডি/ঢাকা/রাআ