পদ্মাসেতুর মূল কাজের উদ্বোধন আজ

আপডেট: ২০১৫-১২-১২ ১১:৫৩:২২


padma_bridge_dhaka_report_11302পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতু ও নদীশাসনের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করতে শনিবার পদ্মাপাড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সেতু বিভাগ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে । স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যাপক শোডাউনের প্রস্তুতিও প্রায় শেষ।

মাওয়া ও জাজিরা পয়েন্টে দুটি ফলক নির্মাণ করা হয়েছে। সকাল ১০ টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে পৌছবেন। এরপর সেখানে উদ্বোধন শেষে ১১ টায় মাওয়া যাবেন । ১২ টায় মাওয়া পয়েন্টে উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ভাষণ দেবেন।

উল্লেখ্য, পদ্মাসেতুতে মোট ৪২ টি পিলার থাকবে এবং মূল সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার ।এটি এ যাবত কালের বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প। সেতুটির ‍নির্মাণ কাজ করছে চীনের “চায়না মেজর ব্রীজ” নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।