শেয়ার দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-১০ ১৫:২৪:০১


সপ্তাহের দ্বিতীয় সোমবার কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির শেয়ার দর বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ। ফান্ডটি ৪০০ বারে ২৪ লাখ ৫৩ হাজার ৯৬০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪৮ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা দেশ গার্মেন্টসের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৪১১ বারে ৭৪ হাজার ৩৬৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৮ লাখ ৫৯ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংকের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ৮৯২ বারে ২০ লাখ ৫৮ হাজার ৫৮১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৪১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নর্দার্ণ জুটের ৮ দশমিক ৭৩ শতাংশ, স্টাইল ক্রাফটের ৭ দশমিক ৭২ শতাংশ, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির ৬ দশমিক ৮৯ শতাংশ, আজিজ পাইপসের ৬ দশমিক ৮৪ শতাংশ, ন্যাশনাল টির ৬ দশমিক ৭৩ শতাংশ, অ্যাপেক্স ফুডের ৬ দশমিক ৫২ শতাংশ ও এসকে ট্রিমসের ৬ দশমিক ২৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস