গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

প্রকাশ: ২০১৫-১২-১২ ১০:২৯:২৬


gass.Siliderখুলনা মহানগরীর খালিশপুর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুলিশ সদস্য আতিয়ার রহমানসহ তার পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে খালিশপুরের মজগুনি আবাসিক এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ পুলিশ সদস্য (কনস্টেবল) আতিয়ার রহমান কেএমপিতে গাড়িচালক হিসেবে কর্মরত আছেন।

খালিশপুর থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর জানান, আতিয়ার রহমানের স্ত্রী রান্না করার সময় গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় তিনিসহ পরিবারের চার সদস্য দগ্ধ হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।