টানা পাঁচবার ই-নথি ব্যবস্থাপনায় শীর্ষে শিল্প মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০৮-১২ ০০:২২:০৪


ই-নথি ব্যবস্থাপনায় চলতি বছরের জুলাই মাসেও শীর্ষস্থান ধরে রেখেছে শিল্প মন্ত্রণালয়। মধ্যম ক্যাটাগরির ১৫টি মন্ত্রণালয়ের মধ্যে ই-নথি ব্যবস্থাপনায় শিল্প মন্ত্রণালয় এ সাফল্য অর্জন করেছে।

উল্লেখ্য, শিল্প মন্ত্রণালয় এ নিয়ে পরপর ৫ (পাঁচ) বার এবং জানুয়ারি থেকে জুলাই ২০২০ সময়ের মধ্যে মোট ছয় বার ই-নথিতে প্রথম স্থান অধিকার করেছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম গত জুন পর্যন্ত তথ্য পর্যালোচনা করে একটি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে ই-নথি ব্যবস্থাপনায় চলতি বছরের জুলাই মাসেও শীর্ষস্থান ধরে রেখেছে শিল্প মন্ত্রণালয়।

মধ্যম ক্যাটাগরির ১৫টি মন্ত্রণালয়ের মধ্যে ই-নথি ব্যবস্থাপনায় শিল্প মন্ত্রণালয় এ সাফল্য অর্জন করেছে। ই-নথি ব্যবস্থাপনায় জুলাই মাসে দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। তৃতীয় অবস্থানে রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, চতুর্থ সুরক্ষা সেবা বিভাগ এবং পঞ্চম স্থানে রয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।