রাবিতে ককটেল বিস্ফোরন

প্রকাশ: ২০১৫-১২-১২ ১১:০১:২৮


RU.Rabiরাজশাহী বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রবীন্দ্র ভবন এবং সিরাজী ভবনের মাঝে এ বিস্ফোরনটি ঘটে। এতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, সন্ধ্যা ৬ টার দিকে রবীন্দ্র ভবন ও সিরাজী ভবনের মাঝে বিকট শব্দ হয়। এতে আশপাশে থাকা শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এবং গোয়েন্দা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

ককটেল বিস্ফোরনের বিষয়টি নিশ্চিত করে নগরীর মতিহার থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে যায় । কিন্তু রাত হয়ে যাওয়ায় কোন আলামত পাওয়া যায়নি। আগামীকাল বিষয়টি তদন্ত করে দেখা হবে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।

সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস