‘ডোলা রে ডোলা’র টুকলি ‘পিঙ্গা’?

প্রকাশ: ২০১৫-১২-১২ ১১:১৩:৪১


Ayshoriyaপ্রিয়ঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের নাচে ইতিমধ্যেই জনপ্রিয় ‘বাজিরাও মস্তানি’-র পিঙ্গা। চিরপরিচিত বনশালী স্টাইলে লার্জার দ্যান লাইফ সেটে মারাঠি ডান্স ফর্ম পিঙ্গার ছন্দে কোমর দুলিয়েছেন দুই বি-টাউন ডিভা। ট্র্যাডিশনল মরাঠি পোশাকে রূপে-নাচে একে অপরকে টেক্কা দিয়েছেন তাঁরা।

কিন্তু কোথাও কি মিল খুঁজে পাচ্ছেন? বলিউডের একাংশ বলছে, দেবদাসের ‘ডোলা রে ডোলা’ গানে ঐশ্বরিয়া রাই বচ্চন এবং মাধুরী দীক্ষিতের নাচের সঙ্গে এই নাচের বেশ কিছু স্টেপের মিল রয়েছে। ২০০২-তে সঞ্জয়ের পরিচালনাতেই মুক্তি পেয়েছিল দেবদাস।

সত্যিই কি দু’টি নাচের মুদ্রায় মিল রয়েছে? এ প্রশ্ন এ বার সরাসরি করা হয় মাধুরী দীক্ষিতকে। ‘ডোলা রে ডোলা’তে যাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিলেন আট থেকে আশি। সত্যিই কি ‘পিঙ্গা’র নাচে টুকলি? মাধুরীর কথায়, ‘‘আমি এখনও দেখিনি নাচটা। তবে আমার বিশ্বাস প্রিয়ঙ্কা আর দীপিকা দারুণ পারফর্ম করবে। কারণ ওঁরা দু’জনেই দারুণ নাচে।’’

কোরিওগ্রাফার রেমো ডি’সুজার কড়া নজরদারিতে মুম্বইয়ে টানা ১০ দিন এই নাচের শুটিং চলেছে। তবে সত্যিই দু’টি নাচের মুদ্রায় মিল রয়েছে কি না তা গ্যালারিতে দেখে বিচার করুন আপনি নিজেই।