প্রণব মুখার্জি কোমায়, অবস্থা সংকটজনক

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-১৩ ১৩:১২:৩৮


ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা এখনো সংকটজনক। তিনি কোমায় আছেন।

প্রণব মুখার্জি যে হাসপাতালে ভর্তি আছেন দিল্লির সেই সেনা হাসপাতালের তরফ থেকে বৃহস্পতিবার সকালে জানানো হয়েছে, কোমায় থাকলেও তার হৃদযন্ত্র, রক্ত সঞ্চালন ও শরীরের রক্তচাপ স্থিতিশীল আছে।

প্রণব মুখার্জির পরিবারের পক্ষ থেকেও একই তথ্য জানানো হয়েছে। দোয়া চাওয়া হয়েছে তার জন্য।

এর আগে রবিবার রাতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেলে তাকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়। তার মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত সরাতে অস্ত্রোপচার করার আগে পরীক্ষা করতে গিয়ে শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলে।

ৱঅস্ত্রোপচারের পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৮৪ বছর বয়সি প্রণবের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
এখনো সেই অবস্থার কোনও উন্নতি হয়নি।

সানবিডি/আরএম/